পরিবেশবান্ধব প্রযুক্তির উৎপাদন ও ব্যবহার বাড়ছে দিন দিন। ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান সামনে রেখে সম্প্রতি শেষ হলো ‘বেসিস সফটএক্সপো-২০২৩ ’। দেশের বড় এই প্রযুক্তি প্রদর্শনীতে দেখা গেল তারই মহড়া। এবারের সফটএক্সপোতে কাগজের ব্যবহার ছিল ন্যূনতম; বিশেষ করে সফটএক্সপোর চাকরি মেলার আয়োজনটি ছিল সম্পূর্ণ কাগজবিহীন। নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্টলের কিউআর কোড স্ক্যান করে ওই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পাওয়ার ব্যবস্থা ছিল। এক্সপোর বেশির ভাগ স্টল কাগজের লিফলেটের বদলে ব্যবহার করেছিল কিউআর কোড।
এমনই একটি পরিবেশবান্ধব প্রযুক্তি প্রতিষ্ঠান ‘প্রভা অরোরা’। সফটএক্সপোতে প্রতিষ্ঠানটির স্টল আলাদা করে অনেকের নজর কেড়েছিল। গাছ ও বাঁশের তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো ছিল স্টলটি। এই প্রতিষ্ঠানের অফিসে তেমনই জিনিসপত্র দেখব, সে রকম আশা ছিল। জ্যাম ঠেলে শাহবাগে বাস থেকে নেমে, কিছুদূর হেঁটে রাইড শেয়ারিং সার্ভিসের বাইক নিয়ে পৌঁছাই প্রভা অরোরার মোহাম্মদপুরের খিলজি রোডের কার্যালয়ে। ছিমছাম অফিস ভবনটি যেন যান্ত্রিক
শহরের শব্দদূষণ থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। অফিসে ঢুকতেই ধারণা সত্যি হলো। পাটি বিছানো ফ্লোর, অফিসের বিভিন্ন কোণে ছোট ছোট উদ্ভিদ, বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। প্লাস্টিকের কোনো দেখা পেলাম না। বুঝলাম, তাঁরা যা মানুষকে দিয়ে করাতে চান, তা আগে নিজেরা চর্চা করছেন। প্রভা অরোরার বেশ কিছু পরিবেশবান্ধব প্রযুক্তি প্রকল্প চলছে এখন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর একটি সাতক্ষীরা। এই জেলায় ‘ব্ল্যাক সোলজার’ ফ্লাই চাষের মাধ্যমে আবর্জনা ব্যবস্থাপনা ও মানুষের খাদ্যের যথাযথ পুষ্টি চাহিদা পূরণে একটি উদ্যোগ নিয়েছে প্রভা অরোরা।
এর আওতায় জৈব বর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় একধরনের লাভা দিয়ে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ চাষ করা হচ্ছে। এগুলো মাছ, মুরগি ও হাঁসের খাবার হিসেবে ব্যবহার করা হবে। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের মাধ্যমে উৎপাদিত খাদ্যদ্রব্যে কমপক্ষে ৩০ গুণ বেশি পুষ্টিমান পাওয়া যায়।
ইকোক্রিয়েশন মেশিন
প্রতিষ্ঠানটি কাজ করছে ‘ইকোক্রিয়েশন মেশিন’ নিয়ে। এর মাধ্যমে আবর্জনা থেকে অপচনশীল বস্তুকে আলাদা করে পচনশীল বস্তু দিয়ে সার তৈরি করবে
তারা। অপচনশীল ও পচনশীল বস্তু আলাদা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করবে মেশিনটি। শিগগির ইকোক্রিয়েশন মেশিনের কাজ সম্পন্ন করার আশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিও উচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনের সমস্যাকে প্রকট করছে।
গ্রিনহাউস গ্যাস নির্গমনের এ সমস্যাকে বিবেচনায় রেখে প্রভা অরোরা এনেছে সবুজ সাথী ইকো ফ্রেন্ডলি সেন্টার। এর উদ্দেশ্য আমাদের দৈনন্দিন ব্যবহার্য উচ্চ কার্বন নিঃসরণকারী পণ্যগুলোর পরিবর্তে দেশীয় পরিবেশবান্ধব পণ্য প্রচলিত করে তোলা। সবুজ সাথী প্রতিটি পণ্যের জলবায়ু ও পরিবেশসম্মত বিষয় নিশ্চিত করে। পণ্য প্যাকেজিং ও কাগজের ব্যবহার সীমিত রাখার ক্ষেত্রেও সবুজ সাথী কঠোরভাবে শূন্য প্লাস্টিক নীতি মেনে চলে।
মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘কার্বন ফুটপ্রিন্ট ট্র্যাকার’ তৈরি করছে প্রভা অরোরা। এটি আপাতত প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যক্তি, পরিবার, বাড়ি, অফিস এমনকি যেকোনো পণ্যের কার্বন নিঃসরণের হার ট্র্যাক করা সম্ভব হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় প্রভা অরোরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য কার্বন নিঃসরণ পরিমাপবিষয়ক বিশেষ উদ্ভাবনী ও সচেতনতামূলক প্রকল্পের আওতায় কার্বন নিঃসরণ পরিমাপের (ট্র্যাকিং) জন্য অ্যাপটি তৈরি করছে। এই সলিউশনকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে আরও উন্নত করার কাজ চলছে।
প্রভা অরোরার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশসহ ঝুঁকিতে থাকা কিংবা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিচর্চায় জলবায়ু ও পরিবেশবান্ধব চর্চা এবং আচরণগুলোকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করছে প্রভা অরোরা।
এক গাদা ভিজিটিং কার্ড পকেটে বহন করার দিন দ্রুতই শেষ হয়ে আসছে। শুধু একটি ট্যাপে বা স্ক্যান করে মুহূর্তেই ওয়েবসাইট, ইমেইল, সোশ্যাল মিডিয়াসহ যোগাযোগের সব তথ্য অন্যের মোবাইল ফোনে শেয়ার করা যাবে। বর্তমানে বাংলাদেশে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এবং করপোরেট অফিস কাগজের ভিজিটিং কার্ডের বিকল্প হিসেবে স্মার্ট বিজনেস কার্ড গ্রহণ করছে।
এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন দুটি ইলেকট্রনিক ডিভাইসকে একে অপরের সঙ্গে যুক্ত করতে সক্ষম। একটি এনএফসি কার্ড এবং একটি এনএফসি-সংবলিত ডিভাইস প্রায় ৪ সেন্টিমিটার দূরত্বে ডেটা পাঠাতে পারে।
ইন্ট্রো এমনই একটি প্রতিষ্ঠান, যারা এনএফসি প্রযুক্তির কার্ড তৈরি করে।
এর ব্যবস্থাপনা পরিচালক অনির্বাণ চক্রবর্তী। তিনি জানালেন, দেশে এনএফসি প্রযুক্তির বিজনেস কার্ড তাঁরাই প্রথম এনেছেন। ভবিষ্যতে এতে আরও বেশ
কিছু ভালো ফিচার যুক্ত করা হবে বলেও জানান অনির্বাণ।