হোম > প্রযুক্তি

আগামী বছর হিউম্যানয়েড রোবট তৈরি করবে টেসলা

অনলাইন ডেস্ক

আগামী বছর হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। সেই সঙ্গে রোবটগুলো কোম্পানির বিভিন্ন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন ইলন মাস্ক। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক বলেন, রোবটগুলো প্রথমে টেসলাতে ব্যবহার করা হবে ও ২০২৬ সালে বিক্রির জন্য এগুলো তৈরি হবে। 

টেসলা গাড়ি বিক্রি কমে যাওয়ায় কোম্পানিটি ব্যয় কমানোর চেষ্টা করছে ইলন মাস্ক। আর এ সময়ই এমন ঘোষণা দিলেন এই বিলিনিয়র। 

গত মঙ্গলবার টেসলার প্রতিবেদনে বলা হয়, গত ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) টেসলার লাভ ২৭০ কোটি ডলার থেকে ১৫০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির লাভ প্রায় অর্ধেক কমে গেছে। 

কোম্পানিটি বলেছে, কোম্পানিটির সামগ্রিক ব্যয় কমানোই এখন টেসলার প্রধান লক্ষ্য। 

গাড়িগুলো দাম কমানোর পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরও গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এই বছর টেসলার আয় ৭ শতাংশ কমেছে। 
এনার্জি স্টোরেজ ব্যবসার প্রসারের জন্য সামগ্রিকভাবে কোম্পানিটির আয় মাত্র ২ শতাংশ বেড়েছে। গত দিনের (২৩ জুলাই) লেনদেন শেষে টেসলার শেয়ারদরও প্রায় ৮ শতাংশ কমেছে। 

বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় গাড়ি ও রোবটের ওপর গুরুত্ব দিচ্ছে মাস্কের কোম্পানিটি। 

এর মাগে মাস্ক বলেছিলেন, হিউম্যানয়েড রোবটটির নাম ‘অপটিমাস’ রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে টেসলা কারখানায় রোবটটি ব্যবহার করা হবে। 

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) মাস্ক বলেন, আগামী বছরে কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য অল্পসংখ্যক হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে ও ২০২৬ সালে অন্য কোম্পানির ব্যবহারের জন্য বেশি সংখ্যক রোবট তৈরি করবে টেসলা। 

হোন্ডা ও বসটন ডাইনামিকসের মতো কোম্পানিগুলোও হিউম্যানয়েড রোবট তৈরি চেষ্টা করছে। 

টেসলা বলছে, ‘বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক ও একঘেয়েমি’ কাজগুলো করার জন্য ‘অটোমোনাস হিউম্যানয়েড রোবট’ তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। 

মাস্ক বলেন, রোবটগুলো বিপুল পরিমাণে উৎপাদন করবে টেসলা ও এগুলো ২০ হাজার ডলারের কম দামে বিক্রি হবে। 

তবে মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী পূরণ হয় না। ২০১৯ সালে তিনি বলেন, ২০২০ সালের দিকে টেসলার স্বয়ংক্রিয় ট্যাক্সি রাস্তার চলবে। 

এই বছরের শুরুর দিকে মাস্ক বলেন, আগামী ৮ আগস্ট রোবো–ট্যাক্সি উন্মোচন করা হবে। তবে রোবো ট্যাক্সি উন্মোচনে আরও সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে বিভিন্ন তথ্য সূত্র। 

গত মঙ্গলবার টেসলা বলে, রোবো ট্যাক্সি নিয়ে নিরলসভাবে কাজ করছে কোম্পানিটি। তবে এটি চালুর বিষয়টি নিয়ন্ত্রকের অনুমোদনের ওপর নির্ভর করবে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন