হোম > প্রযুক্তি

ইউটিউব মিউজিকের ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করা যাবে

ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিকে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে ব্যবহারকারীরা বিভিন্ন প্লে লিস্টের গান ও মিউজিক শুনতে পারবে। এর আগে মোবাইল অ্যাপে ব্যবহারের জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছিল। 

ফিচারটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছিল ইউটিউব। তবে ২৯ মার্চ থেকে ফিচারটি পুরোপুরি প্ল্যাটফর্মটিতে ছাড়া হয়েছে। তবে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি এখনো দেখা যাচ্ছে। তবে কিছু ব্যবহারকারী অ্যাকাউন্টে নতুন ফিচারটি নিয়ে নোটিফিকেশন দেখানো হচ্ছে। এই মেসেজ প্ল্যাটফর্মটির লাইব্রেরি ট্যাবে দেখানো হচ্ছে। 

ডেস্কটপের জন্য ইউটিউব মিউজিকের কোনো আলাদা অ্যাপ নেই। তাই ডেস্কটপ থেকে ইউটিউবের মিউজিক ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীদের এই ফিচার ব্যবহার করতে হবে। ডাউনলোড করা মিউজিকগুলো অ্যাকাউন্টের লাইব্রেরি অপশনে ‘ডাউনলোড’ ট্যাবে পাওয়া যাবে। 

ফিচারটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্টে পাওয়া যাবে। 

ডেস্কটপে ইউটিউব মিউজিকে যেভাবে গান ডাউনলোড করবেন-
১. ইউটিউব মিউজিকের ওয়েবসাইটে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন। 
২. কোনো অ্যালবাম বা মিউজিক চালু করুন। 
৩. ‘সেভ লাইব্রেরি’ ও তিন ডট অপশনে মাঝখানে নিচের দিকে তীর চিহ্ন সংবলিত একটি বাটন খুঁজে বের করুন। 
৪. বাটনটিতে ট্যাপ করুন। এর মাধ্যমে একটি মিউজিক বা পুরো অ্যালবামটি ডাউনলোড করা যাবে। 

একটি ইউটিউব মিউজিক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১০টি ডিভাইসে অফলাইন ডাউনলোড করা যাবে। মোবাইল অ্যাপের মতোই ৩০ দিনের মধ্যে একদিন ডিভাইসটি ইন্টারনেট সংযোগ না পেলে ডাউনলোডগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ অফলাইনে শোনার জন্য মিউজিকগুলো পুনরায় ডাউনলোড করতে হবে। 

ডাউনলোড অপশনে ফিল্টার করার অপশন রয়েছে। এর মাধ্যমে ডাউনলোড করা প্লে লিস্ট, পড কাস্ট, গান বা অ্যালবামগুলো ফিল্টার করা যাবে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের