Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ বন্ধে গুগল ফটোজের নতুন ফিচার

অনলাইন ডেস্ক

স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ বন্ধে গুগল ফটোজের নতুন ফিচার
এই ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ছবি: নিউ অ্যাটলাস

ছবি ও ভিডিও সংরক্ষণ অ্যাপ গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।

এই নতুন ফিচারটি বিশেষভাবে তাদের জন্য যারা চান না, তাদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যায়। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে, অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলি আপনি অফলাইনে রাখতে চান।

নতুন ফিচারটি ছবি ও ভিডিও অপসারণের প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে। এই ফিচারটি ব্যবহার করতে, আপনাকে শুধু গুগল ফটোজ অ্যাপের সেটিংসে গিয়ে ‘আনডু ব্যাকআপ ফর দিস ডিভাইস’ অপশনটি নির্বাচন করতে হবে। তবে, এই পদক্ষেপটি শুধুমাত্র গুগল ফটোজ ক্লাউড স্টোরেজ থেকে ছবি ও ভিডিও সরিয়ে ফেলবে, ডিভাইস থেকে নয়। অর্থাৎ, ডিভাইসের কোনো ডেটা হারাবে না।

এটি ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ ব্যবস্থাপনা আরও সহজ করবে। বর্তমানে এই ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শিগগিরই এই আপডেটটি পাবেন।

ফিচারটি চালু করবেন যেভাবে

১. প্রথমে আপনার আইওএস ডিভাইসে গুগল ফটোজ অ্যাপটি খুলুন।

২. ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. গুগল ফটোজ সেটিংসে গিয়ে ‘ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।

৪. নিচের দিকে স্ক্রল করে ‘আনডু ব্যাকআপ ফর দিস ডিভাইস’ অপশনটিতে ট্যাপ করুন।

৫. অপশনটি বাছাই নিশ্চিত করতে চেকবক্সটিতে টিক চিহ্ন দিন।

৬. এরপর ‘ডিলিট গুগল ফটোজ ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।

ফিচারটি গুগল ফটোজের একটি বহুদিনের সমস্যার সমাধান করেছে। এর আগে গুগল ফটোজ অ্যাপ থেকে একটি ছবি বা ভিডিও মুছে ফেলার ফলে সেটি ডিভাইস থেকেও মুছে যাওয়ার ঝুঁকি থাকত। এখন ক্লাউড ব্যাকআপগুলোর ওপর আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণ করা যাবে। এই ফিচারটি গুগলের ক্লাউড স্টোরেজ ব্যবহারের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে