হোম > প্রযুক্তি

সাইবার হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির পরামর্শ সার্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার হুমকি মোকাবিলায় সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। ঝুঁকিপূর্ণ হুমকি চিহ্নিত করতে উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ থ্রেট ইনটেলিজেন্স-সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে থাকে বিজিডি ই-গভ সার্ট। এরই ধারাবাহিকতায় সার্ট সাম্প্রতিককালে তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে। এরূপ ঝুঁকিপূর্ণ দুর্বলতাগুলো ডিজিটাল অবকাঠামো হতে দূরীকরণের মাধ্যমে সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিহত করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে সার্ট। এর মধ্যে রয়েছে—সম্ভাব্য দুর্বলতার চিহ্নিতকরণে অগ্রাধিকার দেওয়া, সচেতনতা বৃদ্ধির জন্য সব ব্যবহারকারীকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া, সন্দেহজনক গতিবিধি উদ্‌ঘাটনের জন্য বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশনস লগ পর্যবেক্ষণ করা, সব সিস্টেমে নিয়মিত ভিএপিটি (Vulnerability Assessment and Penetration Testing পরিচালনা করা, ডিজিটাল অবকাঠামোতে সন্দেহজনক কার্যকলাপ বা দুর্বলতা পরিলক্ষিত হলে cirt@cirt.gov.bd ই-মেইলের মাধ্যমে বিজিডি ই-গভ সার্টকে অবহিত করা।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন