হোম > প্রযুক্তি

আরএআর ফাইলে ম্যালওয়্যার, ঠেকাতে এল উইনআরএআর ৬.২৩

নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে।  দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।

সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।

এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের