Ajker Patrika
হোম > প্রযুক্তি

মোবাইল ফোনে আসক্তি কাটাতে সহায়তা করবে গুগলের নতুন ফিচার

অনলাইন ডেস্ক

মোবাইল ফোনে আসক্তি কাটাতে সহায়তা করবে গুগলের নতুন ফিচার
ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের কোড বিশ্লেষণের মাধ্যমে এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল। ছবি: ফোন এরিনা

গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। মোবাইল ফোনে আসক্তি কাটাতে সহায়তা করবে এই ফিচারটি। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং ফোনের স্ক্রিনে শুধু রিমাইন্ডার দেখানো হবে।

গত মাসে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের কোড বিশ্লেষণের মাধ্যমে এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল। এখন এটি কিছু ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাচ্ছে। তবে গুগল ফিচারটিতে কিছু পরিবর্তন করেছে। এখন এটি ‘মাইনডফুল নাডজ’ এর পরিবর্তে ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ নামে পরিচিত হবে।

যখন নির্বাচিত কোনো অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হবে তখন এই ফিচারটি স্ক্রিনের ওপরের দিকে নোটিফিকেশন দেখাবে। অ্যাপে ব্যবহারকারীরা অতিবাহিত সময় দেখাবে নোটিফিকেশনে দেখানো হবে। এটি ব্যবহারকারীদের অ্যাপটি বন্ধ করতে এবং সময় আরও ভালোভাবে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করবে।

অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কনট্রোল অ্যাপ থেকে এই ফিচারটি চালু করা যাবে। এরপর কোনো কোন অ্যাপের জন্য এই ফিচার চালু করা যায় তা একটি তালিকা থেকে নির্বাচন করা যাবে। এর পর দীর্ঘ সময় অ্যাপটি ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি নোটিফিকেশন পাঠাবে।

ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের নতুন ফিচারটি ব্যবহারকারীরা তাদের ফোনে কতটুকু সময় কাটাচ্ছেন তা সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করতে পারে। এর ফলে তারা তাদের সময় কীভাবে ব্যবহার করবেন এবং কোন অ্যাপগুলোতে কতটুকু সময় কাটাবেন তা নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। যদিও সাধারণত ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপগুলোতে এমন ফিচার আগেই ছিল। তবে এখানে যে মূল পার্থক্য তা হলো—এটি ব্যবহারকারীদের অ্যাপগুলো ব্যবহার থেকে ব্লক করে বের করে দেবে না।

তথ্যসূত্র: ফোনএরিনা

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টিকটকের মতো নিষিদ্ধ হতে পারে ডিপসিক