Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্যামসাং টি৭ শিল্ডে ফাইল ট্রান্সফার করা যাবে ঝড়ের গতিতে

অনিন্দ্য চৌধুরী অর্ণব

স্যামসাং টি৭ শিল্ডে ফাইল ট্রান্সফার করা যাবে ঝড়ের গতিতে

প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।

নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।

সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।

এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।

তথ্যসূত্র: স্যামসাং

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়