বিপিএল উপলক্ষে টেলিটকের দুটি স্পেশাল প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৪
প্যাকেজ দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিপিএল উপলক্ষে টেলিটক ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামের দুটি স্পেশাল ডেটা প্যাকেজ চালু করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ সোমবার প্যাকেজ দুটি উদ্বোধন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, টেলিটক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমান ও টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডেটা, যার মেয়াদ ৩০ দিন। ‘অদম্য’ প্যাকেজে ২৮৩ টাকায় ৩০ জিবি ডেটা থাকছে, যার মেয়াদ ৫০ দিন।

স্যামসাংয়ের এআই ফ্রিজ নিজেই করবে বাজার-সদাই

মাস্কের স্টারলিংক দিয়ে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা ভাঙছে মণিপুরের বিদ্রোহীরা

আইফোনে স্টোরেজ সংকট তৈরি করছে অ্যাপল ইন্টেলিজেন্স

এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট