হোম > প্রযুক্তি

এআইয়ের বানানো ছবি প্রতিযোগিতায় প্রথম, পুরস্কার প্রত্যাখ্যান বিজয়ীর 

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি মর্যাদাপূর্ণ একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে এআই দিয়ে বানানো একটি ছবি। বরিস এলডাগসেনের ‘দ্য ইলেকট্রিশিয়ান’ নামের ছবিটি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস— এর ক্রিয়েটিভ বিভাগের প্রথম পুরস্কার জিতেছে। তবে এআই দিয়ে এই ছবি বানিয়েছেন বলে পুরস্কার প্রত্যাখ্যান করেন এলডাগসেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারটি প্রত্যাখ্যান করে এলডাগসেন বলেন, ‘এআই দিয়ে বানানো ছবিকে ফটোগ্রাফি বলা যায় না। আমি এতে অংশগ্রহণ করেছিলাম কারণ, আমি দেখতে চেয়েছিলাম প্রতিযোগিতাগুলো এআই দিয়ে বানানো ছবি ধরতে সক্ষম কিনা। তবে বুঝতে পারলাম, তাঁরা এখনো সক্ষম নয়।’

এলডাগসেন এক ব্লগপোস্টে ব্যাখ্যা করে জানান, তিনি তাঁর ফটোগ্রাফির অভিজ্ঞতা ব্যবহার করে এই পুরস্কার বিজয়ী ছবি তৈরি করেছেন। তিনি এআই জেনারেটররের সঙ্গে ‘সহ-নির্মাতা’ হিসেবে প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। 

তিনি আরও লিখেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আয়োজকদের এই পার্থক্য সম্বন্ধে সচেতন করতে চেয়েছিলাম। এ ছাড়া, আমি এও চেয়েছি আয়োজকেরা যাতে এআই দিয়ে তৈরি ছবির জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন