হোম > প্রযুক্তি

এআইয়ের বানানো ছবি প্রতিযোগিতায় প্রথম, পুরস্কার প্রত্যাখ্যান বিজয়ীর 

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি মর্যাদাপূর্ণ একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে এআই দিয়ে বানানো একটি ছবি। বরিস এলডাগসেনের ‘দ্য ইলেকট্রিশিয়ান’ নামের ছবিটি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস— এর ক্রিয়েটিভ বিভাগের প্রথম পুরস্কার জিতেছে। তবে এআই দিয়ে এই ছবি বানিয়েছেন বলে পুরস্কার প্রত্যাখ্যান করেন এলডাগসেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারটি প্রত্যাখ্যান করে এলডাগসেন বলেন, ‘এআই দিয়ে বানানো ছবিকে ফটোগ্রাফি বলা যায় না। আমি এতে অংশগ্রহণ করেছিলাম কারণ, আমি দেখতে চেয়েছিলাম প্রতিযোগিতাগুলো এআই দিয়ে বানানো ছবি ধরতে সক্ষম কিনা। তবে বুঝতে পারলাম, তাঁরা এখনো সক্ষম নয়।’

এলডাগসেন এক ব্লগপোস্টে ব্যাখ্যা করে জানান, তিনি তাঁর ফটোগ্রাফির অভিজ্ঞতা ব্যবহার করে এই পুরস্কার বিজয়ী ছবি তৈরি করেছেন। তিনি এআই জেনারেটররের সঙ্গে ‘সহ-নির্মাতা’ হিসেবে প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। 

তিনি আরও লিখেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আয়োজকদের এই পার্থক্য সম্বন্ধে সচেতন করতে চেয়েছিলাম। এ ছাড়া, আমি এও চেয়েছি আয়োজকেরা যাতে এআই দিয়ে তৈরি ছবির জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের