হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটি নির্মাতা ও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বরখাস্ত 

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে ওপেনএআই। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওপেনএআইয়ের এই সহপ্রতিষ্ঠাতাকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের পর্যালোচনায় উঠে আসে, স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খুব বেশি সপ্রতিভ ও আন্তরিক নন। এই অভিযোগের পাশাপাশি তিনি পরিচালকদের কাছে আস্থাও হারান। এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, ‘স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দিতে পারবেন এমন আস্থা নেই পরিচালনা পর্ষদের।’ 
 
চ্যাটজিপিটি বাজারে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন স্যাম অল্টম্যান। কামিয়ে নিয়েছিলেন বিপুল পরিমাণ অর্থ ও যশ-খ্যাতি। সেই থেকেই তিনি সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সবচেয়ে বড় মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ফলে তাঁর এই ব্যাখ্যাতীত প্রস্থান কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে অনেকটাই শঙ্কার মধ্যে ফেলে দিতে পারে। 

এদিকে ওপেনএআই জানিয়েছে, প্রতিষ্ঠানের বর্তমান চিফ টেকনোলজি অফিসার মিরা মুরাতি অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন সিইও বা প্রধান নির্বাহী খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তিনিই এই দায়িত্ব পালন করবেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওপেনএআইয়ের অন্য সহপ্রতিষ্ঠাতা এবং নির্বাহী গ্রেগ ব্রকম্যানও প্রতিষ্ঠানের বোর্ডের চেয়ারম্যানের ভূমিকা থেকে পদত্যাগ করবেন তবে তিনি কোম্পানিতে থাকবেন এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়েছে যাবেন।’ তবে পরে এক্সে (টুইটারে) ব্রকম্যান লেখেন, ‘আজকের খবরের ভিত্তিতে (অল্টম্যানের চাকরিচ্যুতি) আমিও পদত্যাগ করেছি।’

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন