হোম > প্রযুক্তি

ইলন মাস্কের বিরুদ্ধে সাবেক টুইটার চেয়ারম্যানের মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে মামলা করেছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ওমিদ কোর্দেস্তানি। এই মামলার অভিযোগে বলা হয়, কোর্দেস্তানির পাওনা ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারেরও বেশি শেয়ার পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে প্ল্যাটফরমটির মালিক বিলিয়নিয়ার ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত টুইটারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে কোর্দেস্তানি। মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করা পর্যন্ত বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, কোর্দেস্তানি ক্ষতিপূরণের সিংহভাগই শেয়ার হিসেবে ছিল, যা মাস্ক পরিশোধ করতে অস্বীকার করছেন। 

উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের কিছুদিন পর মাস্ক কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। 

প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীরা দাবি করেন, টুইটারে কোর্দেস্তানির সাত বছর ধরে দেওয়া সেবার সুফলগুলো মাস্ক কোনো অর্থ প্রদান না করেই ভোগ করছেন। 

সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করা হয়। টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির সাবেক নেতারা মাস্কের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছেন। 

গত মার্চে টুইটারের চারজন সাবেক নির্বাহী মাস্কের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানি থেকে বহিষ্কার করার পর নির্বাহীদের ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ বেশি পাওনা অর্থ আটকে দিয়েছেন মাস্ক। 

তবে এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

টুইটারে কাজ করার আগে ওমিদ কোর্দেস্তান অ্যালফাবেট গুগলের ব্যবসায়িক নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেন। 
 
অপরদিকে গত ৫ আগস্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ফের মামলা করেছেন ইলন মাস্ক। মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ না করার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের মামলা করেন ইলন মাস্ক। পরবর্তীতে ওপেনএআই মাস্কের পুরোনো ইমেইল প্রকাশ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই মামলাটি প্রত্যাহার করেন এই বিলিয়নিয়ার। 

২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেনসোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগযোগ করেছিলেন। প্রায় তিন বছর পর ২০১৮ সালে ওপেনএআই থেকে বিনিয়োগ প্রত্যাখ্যান করে কোম্পানিটি থেকে সরে যান। ২০২২ সালে চ্যাটজিপিটির মাধ্যমে ওপেনএআই বেশ সাফল্য লাভ করে। তাই ওপেনএআই দাবি করে, ঈর্ষা থেকেই ইলন মাস্ক একের পর এক মামলা করছেন।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের