অনলাইন ডেস্ক
চীনের বাজারে একই সঙ্গে ভি সিরিজের দুই মডেল ভি৬০ ও ভি৬০ এস উন্মোচন করল রিয়েলমি। ফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই। ৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভি ৬০ ও ভি৬০ এস ফোন দুটির আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, এরা ডিজাইন ও হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। দুটিই এন্ট্রি লেবেলের ফোন।
ভি ৬০ ও ভি৬০ এস ফোনের দাম ও রং
যদিও ভি ৬০ ও ভি৬০ এস স্পেসিফিকেশন প্রায় একই হলে ফোন দুটির দামে বেশ পার্থক্য রয়েছে। তবে দামের ভিন্নতার স্পষ্ট কারণ জানায়নি কোম্পানিটি। ভি ৬০ স্পেসিফিকেশন ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৬০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা)।
অন্যদিকে ভি৬০ এস ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৪৯ টাকা)।
উভয় মডেলই স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি ভি৬০ ও ভি৬০ এসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউটসহ একটি ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫ জি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৫০ হার্টজ থেকে ১২০ হার্টজ
রেজল্যুশন: ৭২০ x ১,৬০৪ পিক্সেল
ব্রাইটনেস: ৬২৫ নিটের পিক
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি করটেক্স-এ ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি করটেক্স-এ ৫৫ কোর রয়েছে
মেমোরি: ৬ জিবি বা ৮ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ১০ ওয়াট
রং: স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ)
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০