Ajker Patrika
হোম > প্রযুক্তি

মোবাইল ফোন পানিতে ভিজে গেলে

ফিচার ডেস্ক 

মোবাইল  ফোন পানিতে ভিজে গেলে

মোবাইল ফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই মোবাইল ফোনটি বন্ধ করতে হবে। এমনকি এর সুরক্ষা কেস, সিম কার্ড, ব্যাটারি এবং মাইক্রো-এসডি কার্ড খুলে ফেলতে হবে। কোনোভাবেই মোবাইল ফোনে ঝাঁকি দেওয়া যাবে না। 

যা করবেন

  • প্রথমে ফোনের ওপরটা মুছে নিন। 
  • পানিতে ডুবে মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে তা অন হয় কি না পরীক্ষা করুন। 
  • চালু হলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন আবার বন্ধ করে দিন। 
  • ভেতরে থাকা পানি শুকাতে একটি বাটিতে চাল নিয়ে তাতে ফোন সেটটি রাখুন। এতে চাল পানি শুষে নেবে। 
  • চালের বদলে ঘরে সিলিকার প্যাকেটেও মোবাইল ফোন রেখে দিতে পারেন। তাতেও পানি চলে যাবে। 
  • চাল বা সিলিকা যেটিই ব্যবহার করুন না কেন, একটানা ৩ দিন সেগুলোতে ফোন সেট রেখে দিন। না হলে সেটি পুরোপুরি শুকাবে না। ৩ দিন পর ফোন অন করুন। যদি অন না হয় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। 

যা করবেন না

  • ভেজা অবস্থায় চার্জ দেবেন না। 
  • শুকানোর জন্য রোদে দেবেন না। 
  • হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না। 
  • পুরোপুরি না শুকিয়ে মোবাইল ফোন চালু বা চার্জ করবেন না। 

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল