কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।