Ajker Patrika
হোম > প্রযুক্তি

উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বেচে দেবেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বেচে দেবেন ইলন মাস্ক

টুইটার পরিচালনা করা খুবই কষ্টকর ও যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। এই বিলিয়নিয়ার আরও বলেছেন, উপযুক্ত ক্রেতা পেলে তিনি টুইটার বিক্রি করে দেবেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন। সান ফ্রান্সিসকোতে স্পেসএক্সের সদর দপ্তরে তিনি এ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে গণছাঁটাই, ভুল তথ্য এবং কাজের গতিপ্রকৃতি সম্পর্কে তিনি কথা বলেছেন।

টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না এমন প্রশ্ন করা হলে বিশ্বের দ্বিতীয় ধনী এই ব্যক্তি বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।

কাজের চাপের বিষয়ে মাস্ক বলেন, ‘কাজের চাপ এতই বেড়েছে যে আমাকে মাঝেমধ্যে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি সোফা আছে, ওখানে কেউ যায় না। সেখানেই ঘুমাই। ঘনঘন টুইট করার প্রসঙ্গেও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘রাত তিনটার পর আমার টুইট না করাই উচিত।’

মাস্ক টুইটারে বিবিসির লেবেল ‘সরকারি অর্থায়ন’ থেকে ‘জন অর্থায়নে’ পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিবিসিকে অনেক সম্মান করি। এই সাক্ষাৎকার দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে