হোম > প্রযুক্তি

ফেসবুকের নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এতে অ্যাকাউন্ট নেই এমন মানুষের সংখ্যা হয়তো গুনে বলা যাবে। সম্প্রতি টিকটক 
বা লাইকির মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকে এসেছে রিল। এ ছাড়া ফেসবুকের ভিডিও পোস্টের সুবিধা তো ছিলই ২০০৭ সাল থেকে।

সম্প্রতি এই ভিডিও সেকশনে দীর্ঘদিন পর ফেসবুকে এসেছে নতুন ফিচার। ফলে এখন ফেসবুক ব্যবহারকারীরা সহজেই এইচডিআর ভিডিও আপলোড করার সুবিধা পাবেন। তা ছাড়া এই ফিচার চালু হলে ওয়াচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখা যাবে। ফেসবুকে ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা থাকলেও নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও সম্পাদনা করে ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য ইফেক্ট যোগ করতে পারবেন। এ ছাড়া নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এই নতুন অপশন শর্টকাট বারেও দেখা যাবে।

এই ভিডিও অপশন অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের দিকে এবং আইওএসে নিচে প্রদর্শিত হবে, যা মূলত ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও, লাইভ– সবকিছু দেখার সুযোগ থাকবে। এ ছাড়া ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা প্রতিস্থাপন করতেও পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন। 

সূত্র: মেটা, টেক ক্রাঞ্চ 

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের