হোম > প্রযুক্তি

নিজের এআই কোম্পানি খুলেছেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র দুই মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘বার্ড’। এবার সেই প্রতিযোগিতায় নাম লেখালেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। এক্স ডট এআই নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নতুন এই প্রতিষ্ঠান চালু করেছেন মাস্ক। তিনি প্রতিষ্ঠানটিতে ডিরেক্টর হিসেবে রয়েছেন। এ ছাড়া তাঁর পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বার্কলকে এক্স ডট এআইয়ের সেক্রেটারি করা হয়েছে। 

মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে, জিপিইউগুলো তাঁর নতুন প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছিল। সম্প্রতি মাস্কের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জিপিইউ কেনা সম্পর্কে জানতে চাওয়া হলে মাস্ক তাঁর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেননি।

এর আগে শোনা যায়, চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন মাস্ক। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইগর বাবুসকিন একজন গবেষক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ডে কাজ করতেন তিনি। তবে সেই চাকরি ছেড়েছেন তিনি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ল্যাব তৈরিতে ইগর বাবুসকিনকে নিয়োগ দিয়েছেন মাস্ক। তবে ইগর বাবুসকিন জানিয়েছিলেন, তিনি এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের