হোম > প্রযুক্তি

ব্লুটুথের বিকল্প হতে পারে ইউডব্লিউবি

টি এইচ মাহির

মোবাইল ফোন কিংবা ল্যাপটপের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহার করা হয়। স্বল্প দূরত্বে ডেটা বা তথ্য স্থানান্তরের খুব জনপ্রিয় মাধ্যম এটি। প্রায় সব মোবাইল ফোনে বিল্ট ইন ব্লুটুথ থাকে। ইদানীং বেশ কিছু স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্লুটুথের বদলে নতুন ডেটা স্থানান্তর পদ্ধতি আনছে; যার নাম আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি।

আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি হলো রেডিও সংকেত ব্যবহার করে তথ্য পাঠানোর প্রযুক্তি, যাকে সংক্ষেপে ইউডব্লিউবি বলা হয়। মূলত তারহীন তথ্য আদান-প্রদান প্রযুক্তি এই ইউডব্লিউবি। এ প্রযুক্তি প্রথম ব্যবহার করেন ইতালীয় উদ্ভাবক গুগলিয়েলমো মার্কনি। ১৯০১ সালে দীর্ঘ দূরত্বে রেডিও সংকেত পাঠানোর জন্য আলট্রা-ওয়াইড ব্যান্ড ব্যবহার করেন তিনি। যদিও বর্তমানে ইউডব্লিউবি ব্যবহার করা হয় স্বল্প দূরত্বে প্রচুর ডেটা পাঠানোর জন্য। এই প্রযুক্তিকে বর্তমানে ব্লুটুথের বিকল্প ভাবা হচ্ছে। দুটি ডিভাইসে তারহীন বা অন্যান্য ইলেকট্রনিক 
হস্তক্ষেপ ছাড়াই তথ্য আদান-প্রদান করতে পারে ইউডব্লিউবি।

যেভাবে কাজ করে 
ইউডব্লিউবি সোনার সিস্টেমের মতো কাজ করে। কিন্তু এটা শব্দতরঙ্গের পরিবর্তে প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ মিলিয়ন বেতার তরঙ্গের ছোট স্পন্দন ব্যবহার করে। আলট্রা-ওয়াইড ব্যান্ড আগে পালস রেডিও নামে পরিচিত ছিল। কিন্তু এফসিসি ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রেডিও কমিউনিকেশন সেক্টর (আইটিইউ-আর) বর্তমানে ইউডব্লিউবিকে একটি অ্যানটেনা ট্রান্সমিশন হিসেবে সংজ্ঞায়িত করে। মূলত দুটি ডিভাইস কাছাকাছি গেলে ইউডব্লিউবি রেঞ্জিং শুরু করে। ট্রান্সমিটিং ডিভাইস থেকে রিসিভিং ডিভাইসে এই স্পন্দনগুলোর যাতায়াতের সময় পরিমাপ করে, যা টাইম অব ফ্লাইট (টোফ) নামে পরিচিত। এ প্রযুক্তিতে দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব গণনা করা হয়। এই দূরত্ব গণনাই প্রযুক্তিটির বিশেষ দিক।

ইউডব্লিউবি প্রযুক্তি ডিভাইসের অবস্থান ও আপেক্ষিক গতিবিধি নির্ধারণে সহায়তা করতে পারে। আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি ৩ মেগাহার্টজ থেকে ৩০ মেগাহার্টজ পরিসরে কাজ করে, যা অন্যান্য ওয়্যারলেস যোগাযোগের জন্য ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে বড় বড় ফাইল অনায়াসে পাঠানো যায় এর মাধ্যমে। ইউডব্লিউবি সংকেতগুলো দেয়াল ও আসবাবের মতো বাধার মধ্য দিয়েও খুব ভালোভাবে চলাচল করতে পারে।

বর্তমানে অনেক ক্ষেত্রে ব্লুটুথ প্রযুক্তির বদলে ইউডব্লিউ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যখন আমরা ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তির কথা চিন্তা করি, তখন সাধারণত ব্লুটুথ ও ওয়াই-ফাই মনে আসে। কিন্তু এই প্রযুক্তিগুলো থেকে ইউডব্লিউবি নিরাপত্তা ও ফ্রিকোয়েন্সিতে অনেক এগিয়ে আছে। বেশির ভাগ ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তিগতভাবে রেঞ্জিং দিতে পারে। কিন্তু ইউডব্লিউবির কর্মক্ষমতা অনেক বেশি। এ প্রযুক্তি এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। কিছু কিছু ডিভাইসে বিভিন্ন প্রতিষ্ঠান ব্লুটুথের পরিবর্তে এর ব্যবহার শুরু করেছে। ভবিষ্যতে গাড়ি, এসি, ফ্যানসহ বিভিন্ন ক্ষেত্রে ইউডব্লিউবি ব্যবহৃত হতে পারে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের