হোম > প্রযুক্তি

অ্যাপল পণ্য বিক্রিতে ধস, ৩ মাসে মুনাফা কমেছে ৩০০০০ কোটি ডলার

প্রযুক্তি ডেস্ক

চলমান অর্থনৈতিক সংকটের ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিলাসী পণ্যের দিকে ঝুঁকছেন না বেশির ভাগই। এর প্রভাব পড়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতেও। গত বছর টেক জায়ান্ট কোম্পানি গুলোর বিশাল অঙ্কের আয় কমেছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমেছে অ্যাপল পণ্যের। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।  

অ্যাপল জানিয়েছে, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমে গেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার।  

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘প্রতিষ্ঠানটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ 

এই পরিস্থিতির কারণ হিসেবে কুক চীনের ‘জিরো কোভিড-১৯ নীতি’র ফলে হওয়া সরবরাহ ঘাটতিকে দায়ী করেছেন। অ্যাপলের বেশির ভাগ ফোনই চীনে উৎপাদন করা হয়। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনা মহামারির প্রভাব অ্যাপলের পণ্য বিক্রিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। 

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের