Ajker Patrika
হোম > প্রযুক্তি

দক্ষ মানবসম্পদ গড়তে ফেনীতে শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

অনলাইন ডেস্ক

দক্ষ মানবসম্পদ গড়তে ফেনীতে শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

আইটিতে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনীর রাজনগরে ‘শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউট’ যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউটের উদ্বোধন করেন। 

শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি রাকিম রেজা রুশো'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভুসরাত জাহান। ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন রেজা গ্রুপের চেয়ারম্যান এ. কে এম সাহিদ রেজা ও ব্যবস্থাপনা পরিচালক শওকত রেজা।

ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও মীর হোসেন মীরু, বাঘের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন আহম্মদ, প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী মজুমদার ও ধলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশের বিশিষ্ট শিল্প পরিবার রেজা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অত্র এলাকায় এই প্রথম কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হলো। উল্লেখ্য রেজা গ্রুপ এর আগে রাজনগরে প্রগতি বালিকা বিদ্যা নিকেতন ও নুরুল-রওনক ডায়াবেটিস স্বাস্থ্য সেবা উপকেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপে থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫

দেশে উন্মোচিত হলো সি লায়ন ৬

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার