হোম > প্রযুক্তি

উইন্ডোজ কম্পিউটারে পাসওয়ার্ড দেবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ব্যক্তিগত বা অফিসের কম্পিউটারে গোপনীয়তা রক্ষার জন্য পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ডকুমেন্ট, ছবি, ভিডিওসহ অন্যান্য তথ্য অননুমোদিত ব্যক্তিদের কাছ থেকে সুরক্ষিত থাকে। এ ছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তারাও এলোমেলোভাবে ব্যবহার করে কম্পিউটারের ক্ষতি সাধন করতে পারে। পাসওয়ার্ড দিয়ে রাখলে অন্য কারও পক্ষে কম্পিউটার ওপেন করা সম্ভব হয় না। 

পাসওয়ার্ড দেওয়া থাকলে প্রতিবার কম্পিউটার খোলার সময় এটি চাওয়া হবে। তাই পাসওয়ার্ডটি তৈরি করে এটি মনে রাখতে হবে বা কোথাও টুকে রাখতে হবে। উইন্ডোজ ১১ .১০ ও ৮—এ পাসওয়ার্ড তৈরির করার প্রক্রিয়াটি প্রায় একই। তবে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ভিস্তা এর পাসওয়ার্ড একটু ভিন্নভাবে তৈরি করতে হয়। 

উইন্ডোজ ১১, ১০ ও ৮–এই পাসওয়ার্ড তৈরি করবেন যেভাবে 

উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ৮–এ পাসওয়ার্ড তৈরির জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. কম্পিউটারের স্টার্ট মেনু বা নিচের দিকে থাকা সার্চ বক্সে ‘Control Panel’ টাইপ করতে হবে। সার্চের ফলাফলে কন্ট্রোল প্যানেল দেখালে তাতে ক্লিক করতে হবে। উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে Win+X কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও কন্ট্রোল প্যানেল চালু করা যাবে। 
২. এখন উইন্ডোজ ১১ বা উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে ‘ইউজার অ্যাকাউন্ট’ ও উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে ‘ফ্যামিলি সেফটি’ অপশনে ক্লিক করুন। 
৩. আবার ‘ইউজার অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। 
৪. এখন ‘মেক চেঞ্জেস টু মাই অ্যাকাউন্ট ইন পিসি সেটিংস’ অপশন নির্বাচন করুন। 
৫. বাম পাশের প্যানেল থেকে ‘সাইন–ইন অপশনস’–এ ক্লিক করুন। উইন্ডোজ ১১ এর ক্ষেত্রে নিজের অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পরই এই অপশন বাম পাশে দেখা যাবে। 
৬. এখন পাসওয়ার্ড অপশনর নিচে ‘এড’ অপশনে ক্লিক করুন। 
৭. এখন নতুন পাসওয়ার্ডটি টাইপ করুন। এর নিশ্চিত হতে পরের বক্সে আবার পাসওয়ার্ডটি টাইপ করুন। 
৮. অনেক সময় পাসওয়ার্ড ভুলে যেতে পারেন। এ জন্য ‘পাসওয়ার্ড হিন্ট’ অপশনে গিয়ে মনে করে দেওয়ার জন্য কিছু টাইপ করুন, যা পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড মনে করে দেবে। 
৯. এখন ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন। 
১০. সবশেষে ‘ফিনিস’ বাটনে ক্লিক করুন। ফলে নতুন পাসওয়ার্ড তৈরি হবে। 

উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ভিস্তা এর পাসওয়ার্ড তৈরি করবেন যেভাবে’ 
১. স্টার্ট বাটনে ক্লিক করুন। 
২. এরপর কন্ট্রোল প্যানেল নির্বাচন করুন। 
৩. এখন ‘ইউজার অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। তবে ক্যাটাগরি ভিউ হিসেবে অপশনগুলো দেখা গেলে তাহলে এই অপশনে পুনরায় পরের পেজে ক্লিক করতে হবে। 
৪. নিজের অ্যাকাউন্টে ‘ইউজার নেম’ নির্বাচন করুন। 
৫ এরপর ‘ক্রিয়েট পাসওয়ার্ড লিংক’ অপশন নির্বাচন করুন। 
৬. নতুন একটি পেজ চালু হলে ‘টাইপ এ নিউ পাসওয়ার্ড’ এর নিচের বক্সে নতুন পাসওয়ার্ডটি টাইপ করুন। 
৭. পাসওয়ার্ডটি নিশ্চিত করতে একই পাসওয়ার্ড পরের টেক্সট বক্সে টাইপ করুন। 
৮. নিচের দিকে থাকা ‘ক্রিয়েট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন। 
৯. এখন স্ক্রিনে ‘Do you want to make your files and folders private?’ দেখানো একটি পপ আপ মেনু দেখানো হতে পারে। 
১০. যদি আপনি চান যে ব্যক্তিগত ফাইলগুলো অন্য ব্যবহারকারীদের জন্য গোপন থাকবে এবং এই কম্পিউটারে অন্যান্য ব্যবহারকারী অ্যাকাউন্ট থাকবে, তাহলে ‘Yes, Make Private’ অপশনটি নির্বাচন করুন। আর যদি আপনি নিরাপত্তা নিয়ে চিন্তিত না হন অথবা এই কম্পিউটারটি একমাত্র আপনার ব্যবহারের জন্য এবং কম্পিউটারে অন্য কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট না থাকে, তাহলে ‘No’ অপশনটি নির্বাচন করতে পারেন। 

তথ্যসূত্র: লাইফ ওয়্যার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন