হোম > প্রযুক্তি

এআই প্রয়োগের নীতিমালা তৈরি করছে সরকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বে প্রতিটি খাত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। যেখানে জীবন আছে, সেখানেই এআই দরকার হবে। এটা মানুষকে যেমন কর্মহীন করবে, সেভাবে নতুন কাজের সুযোগও তৈরি করবে। তবে এআইয়ের কারণে বুদ্ধিমত্তার পরিবর্তে শারীরিক সক্ষমতার ভিত্তিতে কর্মী নিয়োগ বেড়ে যেতে পারে। সরকার এআই প্রয়োগের নীতিমালা তৈরি করছে। 

আজ সোমবার রাজধানীর এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ভবনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) : সম্ভাবনা ও চ্যালেঞ্জ বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। এফবিসিসিআই-আইআরসি ও প্রধানমন্ত্রীর কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। 

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা চতুর্থ শিল্পবিপ্লবের মূল চালিকা শক্তি। বাংলাদেশকে এই বিপ্লবের অংশ হতে হলে আমাদের এআইয়ের প্রতি আগ্রহী হতে হবে এবং এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এআই প্রয়োগের সুযোগ রয়েছে। সরকার এআইয়ের উন্নয়ন ও প্রয়োগের জন্য নীতিমালা তৈরি করছে। এআইয়ের দক্ষ জনবল তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই-আইআরসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা জালিয়াতি এড়াতে সাহায্য করছে। ভবিষ্যতে আমরা এআইয়ের ওপর নির্ভর করতে শুরু করব। এআইয়ের চ্যালেঞ্জ হলো, ভবিষ্যতে শারীরিক সক্ষমতা ও শক্তির ওপর ভিত্তি করে নিয়োগ দেওয়া বেড়ে যাবে। কারণ, বুদ্ধিমত্তার সকল কাজই করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জিত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলতে হবে।’ 

সভায় উদ্যোক্তাদের এআইয়ের ওপর দক্ষতা অর্জনের জন্য পরামর্শ দেওয়া হয়। এআইয়ের বিভিন্ন দিক নিয়ে ব্যবসায়ী, শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়। এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সাথে এআই সার্টসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

আয়োজকেরা জানান, এআই সার্টস যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রত্যয়িত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লক চেইন জ্ঞানের সঙ্গে ভবিষ্যতের ক্ষমতায়নের জন্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এটি আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লক চেইনের ক্ষেত্রেও অবদান রাখতে আগ্রহী। এটি বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে বিশেষজ্ঞ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের