Ajker Patrika
হোম > প্রযুক্তি

চিপ শিল্পকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চাচ্ছে তাইওয়ান: চীন

চিপ শিল্পকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চাচ্ছে তাইওয়ান: চীন
চিপ তৈরিতে উন্নত প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছবি: এশিয়া টাইমস

তাইওয়ান তার সেমিকন্ডাক্টর বা চিপ শিল্প যুক্তরাষ্ট্রের কাছে ‘উপহার’ হিসেবে তুলে দিতে চাচ্ছে বলে অভিযোগ করল চীন। আজ বুধবার চীনের এক মুখপাত্র দাবি করেন, রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য এই শিল্পকে ব্যবহার করতে চাচ্ছে তাইওয়ান।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারী কোম্পানি তাইওয়ানের চিপ প্রস্তুতকারী কোম্পানি টিএসএমসি। অ্যাপল ও এনভিডিয়া-এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রধান সরবরাহকারী হলো এটি। বর্তমানে ইন্টেল এর সঙ্গে অংশীদারত্বের জন্য আলোচনা করছে কোম্পানিটি।

তবে টিএসএমসি বা ইন্টেল এ প্রতিবেদনগুলো তথ্যের সত্যতা নিশ্চিত করেনি এবং তাইওয়ানের সরকার বলছে, তারা টিএসএমসি থেকে কোনো বিদেশি বিনিয়োগের প্রস্তাব পায়নি।

অপরদিকে তাইওয়ানের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাইওয়ান যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ব্যবসা নিয়ে যাচ্ছে। তিনি চান আরও বেশি চিপ যুক্তরাষ্ট্রে উৎপাদিত হোক।

বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান অভিযোগ করেন, তাইওয়ানের তা মানুষ শঙ্কিত যে (টিএসএমসি) হয়তো ‘যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনের কোম্পানি’ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, ‘নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) সরকার বাইরের শক্তির কাছে অবাধে দাবি জানাচ্ছে। তারা তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্প এবং শক্তিশালী কোম্পানিগুলোর ব্যবহার করে বিদেশি দেশগুলোর কাছে স্বার্থের দরজা খুলে দিচ্ছে, এবং এমনকি এই শিল্পগুলোকে ’উপহার’ হিসেবে তাদের হাতে তুলে দিচ্ছে, যা আসলে স্বাধীনতার জন্য একটি হাতিয়ার।

চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে। যদিও তাইপেই সরকারের এর দৃঢ় বিরোধিতা করে। তবে তাইওয়ানের বিদেশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়ায় বেইজিংয়ের কোনো হাত নেই।

তবে চীনের এমন অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি তাইওয়ানের বা টিএসএমসি।

চিপ তৈরিতে উন্নত প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেও দেশটির চিপ বা অপারেটিং সিস্টেমের ঘাটতির বিষয়ে যে উদ্বেগ ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। সম্প্রতি এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে জানিয়েছেন চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই।

তথ্যসূত্র: রয়টার্স

চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানালেও খরচ হয় কোটি টাকা!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

এআই চিপে মার্কিন নির্ভরতা কমছে চীনের, বাজার ধরছে হুয়াওয়ে

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক