হোম > প্রযুক্তি

এআই দিয়ে তৈরি ছবিতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট 

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।

এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।

স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।

প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’

নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।

তথ্যসূত্র: ম্যাশাবল

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন