হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামে চ্যাট থিম পরিবর্তন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন। ছবি: অ্যান্ড্রয়েড পুলিশ

ম্যাসেজিং অভিজ্ঞতাকে আরও মজাদার এবং ইচ্ছামতো ব্যবহারের জন্য বিভিন্ন থিম ব্যবহারের সুযোগ দিয়েছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন এবং রং থেকে পছন্দমতো চ্যাট থিম বাছাই করতে পারেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রামে চ্যাট থিম যেভাবে কাজ করে

ইনস্টাগ্রাম চ্যাট থিম হলো ডাইরেক্ট মেসেজের পরিবর্তনযোগ্য ব্যাকগ্রাউন্ড। চ্যাট বাবল এবং টেক্সটের ধরন পরিবর্তন করতে পারে প্রতিটি থিম। এগুলোর মধ্যে রং এবং গ্রেডিয়েন্ট থাকতে পারে অথবা এগুলো কোনো ইভেন্ট, মুড বা আগ্রহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

থিম পরিবর্তন করলে চ্যাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন ডিজাইনটি দেখতে পাবে। তারা তাদের দিক থেকেও থিম পরিবর্তন করতে পারে। ইনস্টাগ্রামে ২০টিরও বেশি থিমের তালিকা থেকে পছন্দ মতো থিম নির্বাচন করা যাবে।

ইনস্টাগ্রামে চ্যাট থিম পরিবর্তন করবেন যেভাবে

যখন আপনি আপনার ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তন করবেন, তখন তা আপনার অ্যাকাউন্টে সাইন ইন করা সমস্ত ডিভাইসে দেখাবে। এই পদ্ধতি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য একই। ওয়েব অ্যাপ ও ডেস্কটপ সংস্করণে এই ফিচারটি নেই। এ ছাড়া, একবারে সব চ্যাটের জন্য থিম পরিবর্তন করা যাবে না। প্রতিটি চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হবে।

ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।

২. ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে (পেপার প্লেন বা মেসেঞ্জার আইকন) ট্যাপ করুন।

৩. যে চ্যাট থ্রেডের থিম পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।

৪. স্ক্রিনের ওপরের অংশে থাকা ব্যক্তির নাম বা ইউজারনেমের ওপর ট্যাপ করুন।

৫. এর ফলে একটি নতুন পেজ চালু হবে।

৬. পেজ থেকে থিম অপশনে ট্যাপ করুন।

৭. এখন নিচের দিকে স্ক্রল করে সবগুলো থিম দেখে নিন।

৮. যে থিম নির্বাচন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।

৯. এরপর ডান পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।

এভাবে নির্দিষ্ট চ্যাটের জন্য থিম নির্বাচন করা যাবে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

‘জাকারবার্গকে ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে’

সেকশন