হোম > প্রযুক্তি

আইওএস ১৫'র নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক

অ্যাপল সম্প্রতি চালু করেছে অপারেটিং সিস্টেম আইওএস ১৫। আইফোন ৬ এস এবং এর পরে মুক্তি পাওয়া সকল আইফোন সেটে আইওএস ১৫ সাপোর্ট করবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে নতুন বেশকিছু ফিচার। এই ফিচারগুলো নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। 

ফিচারগুলো-
 ১. নতুন এই অপারেটিং সিস্টেমে কথা বলার সময় দারুণ অভিজ্ঞতা লাভ করবে গ্রাহকরা। কথা বলার সময় যে নয়েজ থাকবে সেটা চিহ্নিত করে সরিয়ে ফেলবে এই অপারেটিং সিস্টেম। ফলে গ্রাহকরা অসাধারণ অডিও কোয়ালিটিতে কথা বলতে পারবে। 

 ২. ভিডিও কলে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড ঝাঁপসা করে নিতে পারবে ব্যবহারকারী। ফলে যে কথা বলছে তাঁকে আরও স্পষ্ট দেখা যাবে। 

 ৩. গ্রিড ভিউের সুবিধা দেবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেম। ফলে অনেকজন একসাথে থাকলে কলের সব অংশগ্রহণকারীকে গ্রিড আকারে দেখা সম্ভব হবে। 

 ৪. অন্য অ্যাপ থেকে কোন অডিও এক সঙ্গে শোনা যাবে ও ভিডিও দেখা যাবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেমের কল্যাণে। আর এটি সম্ভব হবে এই অপারেটিং সিস্টেমে শেয়ার প্লে অপশন থাকার কারণে। 

 ৫. আইওএস ১৫ 'র ফোকাস মুড একটি দারুণ অপশন। কাজের সময় যাতে ব্যবহারকারীর ফোকাস বৃদ্ধি পায় সে বিষয়টি মাথায় রেখে বেশকিছু অপশন চালু করা হয়েছে আইওএস ১৫ এর ফোকাস মুডে। 

এছাড়া আইওএস ১৫ এর কারণে ফটোজ, ম্যাপস, ম্যাসেজেস, উইজেটস অপশনে ব্যবহারকারীরা পাবে নতুনত্বের ছোঁয়া। 

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ