হোম > প্রযুক্তি

মাইক্রোসফট উইন্ডোজ ১০ ও ১১— এর স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটি সারাল  

প্রযুক্তি ডেস্ক

উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এ ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতে হবে। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ এবং ১১ এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস’ এর অংশ ছিল।

সম্প্রতি গবেষকেরা লক্ষ্য করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশট গুলোকে বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১— এর স্নিপিং টুল এবং পুরোনো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।

সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব। 

ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।

ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নিপিং টুল। মাইক্রোসফটের জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নিপিং ও স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলে এ ত্রুটি শনাক্ত করা হয়। এ ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকায় উইন্ডোজের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন