Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইওএস ১৮ আপডেটে থাকবে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ 

অনলাইন ডেস্ক

আইওএস ১৮ আপডেটে থাকবে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ 

আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ দেবে অ্যাপল। ফলে ফোনের স্ক্রিনে পছন্দমতো জায়গায় অ্যাপগুলো রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ইমোজি তৈরিও করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন। 

এ ধরনের আইকোন কাস্টমাইজেশনের সুযোগ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। নতুন আইওএস আপডেটের মাধ্যমে এবার আইফোন ব্যবহারকারীও এই ফিচার ব্যবহার করতে পারবেন। 

গুরম্যান বলেছেন, আইওএস ১৮-এ অ্যাপ আইকোনের রং পরিবর্তন করা যাবে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক অ্যাপগুলোর আইকোন নীল রং করা যাবে। তবে নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপ আইকোনের শুধু রং পরিবর্তন করা যাবে, নাকি এতে নিজের পছন্দমতো ছবিও ব্যবহার করা যাবে তা স্পষ্ট নয়। 

আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে এআই ইমোজি তৈরির ফিচারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো নির্দেশনা দিয়ে পছন্দের ইমোজি তৈরি করতে পারবে। এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে। 

অ্যাপলের নিজস্ব ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮ উন্মোচন হতে পারে। 
গত বছর থেকে অ্যান্ড্রয়েড বিভিন্ন স্মার্টফোনে এআইভিত্তিক ফিচার নিয়ে আসা হয়েছে। এই ক্ষেত্রে আইফোন এখনো পিছিয়ে রয়েছে। 

এই মাসের শুরু দিকে নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো উন্মোচন করে অ্যাপল। এতে কিছু এআই ফিচার ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনে চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই ফিচারও আইওএস ১৮ আপডেটে দেখা যেতে পারে। 

তথ্যসূত্র: নাইনটুভাইভ ম্যাক ও ম্যাকরিউমার

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে