Ajker Patrika
হোম > প্রযুক্তি

ঈদে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তায় নজর দিন

জাকির উদ্দিন আহম্মেদ

ঈদে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তায় নজর দিন

বর্তমানে নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা সবাই অনেক চিন্তিত। নিরাপত্তার ব্যাপারে আমাদেরই নিতে হবে সঠিক এবং সুনির্দিষ্ট পদক্ষেপ। এতে সুরক্ষিত থাকবে পরিবার, প্রতিষ্ঠানসহ সবকিছু।

আজকাল প্রায় সব ভবনেই সিসিটিভি মনিটরিং সিস্টেম ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে ঈদের ছুটিতে প্রতিষ্ঠান অথবা বাসা বন্ধ করে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে কাজ করতে হবে।

  • ডিভিআর ও এনভিআরে রেকর্ডিং হচ্ছে কি না নিশ্চিত হয়ে নিন। না হলে চালু করে দিতে হবে। চালু না হলে ডিভিআর রিসেট অথবা হার্ডডিস্ক ফরম্যাট দিতে হতে পারে।
  • রেকর্ডিং চালু থাকলে তারিখ ও সময় সঠিক রয়েছে কি না, সে বিষয়টিও দেখতে হবে।
  • প্রতিষ্ঠান অথবা বাসার মেইন পাওয়ার সিস্টেম বন্ধ করলে ডিভিআর বা এনভিআরসহ ক্যামেরা বন্ধ হচ্ছে কি না দেখতে হবে।
  • অনলাইনে মনিটরিংয়ের জন্য ওয়াই-ফাই এবং নেট লাইন সচল রয়েছে কি না দেখতে হবে।
  • মনিটর অথবা টিভি সংযোগ সচল থাকলে তা খুলে অথবা বন্ধ রাখতে হবে।
  • ইলেকট্রিক পাওয়ার সংযোগ অথবা ক্যামেরার সংযোগ লুজ কানেকশন রয়েছে কি না দেখতে হবে। 

আপনার প্রতিষ্ঠানে যদি থাকে টাইম অ্যাটেনডেন্স অথবা এক্সেস কন্ট্রোল সিস্টেম, তাহলে তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এই ঈদের ছুটিতে। 

ফায়ার অ্যালার্ম সিস্টেম
আপনার প্রতিষ্ঠান অথবা আবাসিক স্থাপনায় ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকলে চেক করে নিন।

  • প্যানেল সচল রয়েছে কি না। প্যানেলে কোনো ফলস অ্যালার্ম দেখাচ্ছে কি না। বেলের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কি না।
  • প্যানেলে ব্যাটারি চার্জ নিচ্ছে কি না এবং ব্যাকআপ দিচ্ছে কি না, তা-ও দেখুন।
  • সবাইকে সচেতন করে একবার কল পয়েন্টে প্রেস করে সিস্টেম চেক করে নিন।
  • পাবলিক অ্যানাউন্সমেন্ট বা পিএ সিস্টেম সচল রয়েছে কি না এবং অ্যালার্ম সিস্টেমের সঙ্গে সেটি যুক্ত কি না, দেখে নিন। অটো ভয়েস ইভাকুয়েশন সচল কি না, তা-ও দেখুন।
  • কোনো ডিটেক্টর বা ডিভাইস নষ্ট কিংবা সংযোগ বিচ্ছিন্ন থাকলে ঈদের ছুটির আগেই সারিয়ে নিন।  

বাসা ছাড়ার আগে বন্ধ করুন

  • এসির মেইন পাওয়ার সুইচ
  • গ্যাসের চুলার সংযোগ বা সিলিন্ডারের সংযোগ
  • সকল পানির কল অথবা সংযোগ
  • বিচ্ছিন্ন করুন সব ধরনের প্লাগ লাইন সংযোগ
  • খুলে রাখুন ডিশ ও ইন্টারনেট সংযোগ।

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫