Ajker Patrika
হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশ সুরক্ষায় অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশ সুরক্ষায় অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ১৯ তম বিজনেস লিডার অফ দি ইয়ারের আন্তর্জাতিক পর্যায়ে ‘ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘গ্রিন টেলিকম অ্যাওয়ার্ড’ অর্জন করেছে রবি আজিয়াটা লিমিটেড। ওয়ার্ল্ড লিডারশিপ কংগ্রেস অ্যান্ড আওয়ার্ডস আয়োজিত প্রোগ্রামটির ১৯ তম আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৪০ টি’রও বেশি প্রতিষ্ঠান আবেদন করেছিল। বিশ্বব্যাপী ও স্থানীয় ব্যবসায় সাফল্য, উল্লেখযোগ্য অবদান বিবেচনায় বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। 

রবি জানায়, ডিজিটাল উদ্ভাবন আর পরিবেশ সুরক্ষা নিয়ে রবি শুরু থেকেই মনোযোগী ছিল। এই সংক্রান্ত কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সন্তোষ জানানো হয়েছে। 

করোনা মহামারি মোকাবিলায় ডেটা অ্যানালিটিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে অসামান্য উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ডটি অর্জন করেছে রবি। অন্যদিকে পরিবেশ সুরক্ষায় দক্ষতার সঙ্গে জ্বালানি ব্যবহার করে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর ক্ষেত্রে অসাধারণ প্রচেষ্টার জন্য গ্রিন টেলিকম অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় রবিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে বরাবরই রবি আগ্রহী। গ্রাহককে ভালো সেবা দেওয়ার জন্য নানারকম কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ডিজিটাল উদ্ভাবনে কাজ করছে রবি। 

করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তে সরকারকে সহায়তা করতে মহামারির শুরুতেই টেলিকম শিল্পের মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে রবি একটি এআই চালিত ক্রাউড-সোর্সিং-ভিত্তিক ডাটা অ্যানালিটিক সলিউশন তৈরি করে। কোভিড ম্যাপ তৈরির জন্য করোনা ভাইরাসের বিস্তার নিয়ে সরকারের প্রকাশিত প্রতিবেদন এবং জনসাধারণ থেকে প্রাপ্ত অন্যান্য ডেটা একীভূত করে অপারেটরটি। এ তথ্য রবির গ্রাহকদের জন্য মাই রবি অ্যাপে যুক্ত করা হয়। অ্যাপ থেকে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। 

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশের সঙ্গে সঙ্গে সারা দেশের গ্রাহকদের রিয়েল-টাইম-ভিত্তিক কোভিড সতর্কতা বার্তা প্রদান করেছে রবি। এ ছাড়া পৃথক কেস-টু-কেস ভিত্তিতে ডেটা অ্যানালিটিক, মেশিন লার্নিং এবং এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য নিরাপদ রিচার্জ পয়েন্টের তথ্য দিয়ে সহায়তা করেছে অপারেটরটি। করোনা মহামারির সময় গ্রাহকেরা এই সেবা ব্যবহার করে উপকৃত হচ্ছেন। 

একই ডিজিটাল সলিউশন ব্যবহার করে কঠোর লকডাউনে থাকা অবস্থায়ও খুচরা বিক্রেতাদের জন্য যথেষ্ট পরিমাণ রিচার্জ নিশ্চিত করা হয়। এ ছাড়া অত্যাধুনিক অ্যানালিটিক সলিউশন ব্যবহার করে অধিক মাত্রায় ডেটা ব্যবহারকারী গ্রাহকদের জন্য আলাদা আলাদা অফার প্রদান করেছে রবি। 

নেট মিটারিং নীতি ২০১৮-এর অধীনে বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদিত নেট মিটারিং স্কিমের আওতায় বিটিএস সাইটে সৌর বিদ্যুৎ উৎপাদনে রবির পরীক্ষামূলক পদক্ষেপকে তুলে ধরেছে গ্রিন টেলিকম অ্যাওয়ার্ডটি। এ পদক্ষেপের ফলে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী হতে পেরেছে রবি। 

মালয়েশিয়ায় রবি'র মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য পূরণে প্রতি বছর ১৩ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ৪ শতাধিক সাইটে ৮ দশমিক ১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প শেষ হলে রবি বছরে প্রায় ৫ হাজার ৩৬১ টন কার্বন নিঃসরণ কমাতে পারবে বলে ধারণা করা হচ্ছে যা ৬৪ হাজার ৩৩২টি গাছের সমমান। 

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস