যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।
ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’
ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন।