Ajker Patrika
হোম > প্রযুক্তি

জাকারবার্গের সার্ফিং ভিডিও নিয়ে মশকরা করলেন ইলন মাস্ক 

অনলাইন ডেস্ক

জাকারবার্গের সার্ফিং ভিডিও নিয়ে মশকরা করলেন ইলন মাস্ক 

যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক। 

জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।

ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’ 

ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন। 

এক পোস্টের রিক্যাশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্কব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে