অনলাইন ডেস্ক
স্টারলিংক প্রকল্পের আরও ৫৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের স্পেসএক্স। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (২৭ অক্টোবর) এসব স্যাটেলাইট নিয়ে রকেট উৎক্ষেপণ করা হয়।
স্পেস ডটকমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৪ মিনিটে স্টারলিংকের ৫৩টি স্যাটেলাইট নিয়ে ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ চালায় স্পেসএক্স।
উৎক্ষেপণের ৯ মিনিটের মধ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থানরত এক ড্রোন শিপে নির্ভুলভাবে অবতরণ করে রকেটটির প্রথম অংশ। স্পেসএক্সের তথ্য অনুযায়ী, রকেটের বিশেষ বুস্টারের এটি ছিল অষ্টম উৎক্ষেপণ ও অবতরণ। পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের সাড়ে ১৫ মিনিট পর মহাকাশে ৫৩টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করে রকেটটি।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এ পর্যন্ত কয়েক হাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করছে। এরই মধ্যে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দেওয়া স্টারলিংক প্রকল্পের জন্য সাড়ে তিন হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। যার বেশির ভাগই এ বছর উৎক্ষেপণ করা হয়েছে।
বিশ্বব্যাপী নিজের ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে কক্ষপথে নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তুলতেই একের পর এক স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসএক্স।