হোম > প্রযুক্তি

ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুজব প্রতিরোধ ও সহিংসতা এড়াতে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ রোববার দুপুর একটা নাগাদ আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) মৌখিকভাবে এ নির্দেশ দেওয়া হয়। আইআইজি ও বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ দুপুর বারোটা নাগাদ মোবাইল ইন্টারনেট অর্থাৎ মোবাইলের ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশ দেয় সরকার। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা আসেনি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এখন পর্যন্ত আমরা ব্রডব্যান্ড বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।’ 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর শাহবাগ, মিরপুর-১০ সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুন্সীগঞ্জে দুজন ও মাগুরায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে সহিংসতা এড়াতে এবং গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 

বন্ধ হওয়ার ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল ফেসবুক, মেসেঞ্জারসহ আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম চালু করা হয়েছিল।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের