হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজ: ৭ বছরের সফটওয়্যার আপডেটেসহ যেসব সুবিধা মিলবে

অনলাইন ডেস্ক

আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে। 

গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে। 

স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়। 

এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার। 

গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে। 

স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। 

গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। 

সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন