Ajker Patrika
হোম > প্রযুক্তি

জেনারেটিভ এআই ব্যবহার করে হ্যাকারদের সাইবার হামলা

অনলাইন ডেস্ক

জেনারেটিভ এআই ব্যবহার করে হ্যাকারদের সাইবার হামলা

জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। 

জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা। 

এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই। 

রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে। 

মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে। 

সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়। 

ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস