হোম > প্রযুক্তি

পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধ: নেটফ্লিক্স পেল ৬০ লাখ সাবস্ক্রাইবার 

ডয়চে ভেলে

পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করায় এ বছর নতুন করে ৬০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।

বুধবার নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷এক বিবৃতিতে স্ট্রি

মিং সেবাদাতা এই কোম্পানি বলেছে, পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর ফলে ২০২৩ সালে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ। নাভালি

য়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷’

প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করে। এই এপরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের।

২০২০ সালে করোনা মহামারী শুরুর পর বিশ্বজুড়ে বাসা থেকে কাজ করার ধারা শুরু হয়। তখন বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহ। কিন্তু একই বাসায় পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে লোকসান হতে থাকে তাদের৷

এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও। প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷

বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ। তবে নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি। এর মধ্যে হলিউডে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের প্রভাবে শেয়ারের দাম পড়ে গেছে আট শতাংশ৷ 

নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷’

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন