হোম > প্রযুক্তি

প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে ‘সবচেয়ে বেশি বেতন দেয়’ গুগল ও মেটা

অনলাইন ডেস্ক

বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের কত বেতন দেয় তা নিয়ে সবার আগ্রহ থাকে। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর চেয়ে গুগল ও মেটা ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয় বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে। যদিও গত বছর ও এ বছরের শুরুতে দুই কোম্পানিই বহু কর্মী ছাঁটাই করেছে। 

প্রযুক্তিকর্মীদের পেশাদার ফোরাম ব্লাইন্ড গ্রুপে বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়, অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফটের মত প্রযুক্তি কোম্পানির চেয়ে গুগল ও মেটা তাদের ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয়। অন্যান্য কোম্পানিদের তুলনায় অ্যাপল ও মাইক্রোসফট চাকরির শুরুতে সবচেয়ে কম বেতন দেয়।

২০২২ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট মাস পর্যন্ত  ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে ফোরামটি। ব্লাইন্ডে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীকে পেশা সংশ্লিষ্ট ইমেইল (ওয়ার্ক ইমেইল) ব্যবহার করতে হয়। এর ফলে অ্যাকাউন্টগুলোর সত্যতা ব্লাইন্ড যাচাই করতে পারে। 

বেতন সম্পর্কিত অন্যান্য তথ্য

ব্লাইন্ডের তথ্য অনুসারে, অ্যামাজনে পদোন্নতিতে অনেক সময় লাগে। আর ইঞ্জিনিয়ারদের জন্য বেতনের অনেকগুলি ব্যান্ড বা স্কেল রয়েছে। তাই কর্মী ছাঁটাইয়ে ক্ষতিপূরণ ভিন্ন ভিন্ন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কর্মীদের তুলনামূলক কম বেতন দিলেও নিয়মিত দেয়। বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও নিয়মমাফিক বেতন দেয় গুগল। অর্থাৎ নিম্ন স্তরের কোনো কর্মী উচ্চ স্তরের কর্মীর চেয়ে বেশি বেতন পাবেন না। 

মেটার কর্মীদের সবচেয়ে দ্রুত পদোন্নতি হয়। তাদের বেতনও সবচেয়ে বেশি।

মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য জবের বিভিন্ন স্তর রয়েছে। তাই এই কোম্পানির কর্মীদের দ্রুত পদোন্নতি হয়। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত কর্মীদের মোট ক্ষতিপূরণ ঊর্ধ্বতন কর্মীদের চেয়ে কম হয়।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন