হোম > প্রযুক্তি

কমেন্ট বন্ধের ফিচার আনল ইউটিউব

কমেন্ট বন্ধের ‘পজ’ ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে আগের কমেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে। এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের নেতিবাচক ও আপত্তিকর কমেন্ট ফিল্টার বা সরানোর সময় দেবে।

এই পজ অপশনটি ইউটিউব অ্যাপের ওয়াচ পেজে বা ইউটিউব স্টুডিও থেকে চালু করতে হবে। অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। পজ বাটনটি চালু থাকলে দর্শক বা ভিউয়ারা ভিডিওয়ের নিচে দেখতে পারবে যে, ক্রিয়েটর কমেন্ট করার ফিচার বন্ধ করে দিয়েছে। তবে ভিউয়াররা আগের পোস্ট করা কমেন্টগুলো দেখতে পারবে।

গত অক্টোবর থেকে ইউটিউব পজ করার ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হল। ইউটিউব বলছে, অনেক বেশি কমেন্টের ফলে কনটেন্ট ক্রিয়েটররা অভিভূত হয়ে গেলে এই ফিচার তাদের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেবে।

পজ ফিচারটি আসার আগে কনটেন্ট ক্রিয়টরদের কমেন্ট মডারেশনের জন্য দুইটি অপশন ছিল। একটি হল প্রতিটি কমেন্ট ম্যানুয়ালি রিভিউ করা এবং আরেকটি হলো ভিডিওয়ের সব কমেন্ট বন্ধ করে রাখা।

কমেন্ট মডারেশনের সেটিংসগুলোর নতুন নাম দিয়েছে ইউটিউব। এই নতুন নামগুলোর মাধ্যমে কোন ফিচার কীভাবে কাজ করবে তা গ্রাহকেরা সহজেই বুঝতে পারবে। উদাহরণস্বরূপ: ‘অন’, ‘নান’, ‘হোল্ড অল’ ও ‘অফ’। ‘বেসিক’ সেটিংসে আপত্তিকর কমেন্ট রিভিউয়ের জন্য রাখা হয় ও ‘স্ট্রিকট’ সেটিংসে ক্ষতিকর কমেন্টগুলো রাখা হয়। কেবল কনটেন্ট ক্রিয়েটররা অনুমতি দিলেই এই কমেন্টগুলো পাবলিকভাবে পোস্ট হবে।

এছাড়া কমেন্টের সারাংশ তৈরির নতুন ফিচার নিয়েও ইউটিউব কাজ করছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের