Ajker Patrika
হোম > প্রযুক্তি

কাঠ দিয়ে পরিবেশবান্ধব ৫ তলা অফিস ভবন নির্মাণ করল গুগল

অনলাইন ডেস্ক

কাঠ দিয়ে পরিবেশবান্ধব ৫ তলা অফিস ভবন নির্মাণ করল গুগল
গুগলের এই অফিস বিল্ডিংটির নাম ১২৬৫ বোর্গেগাস। ছবি: ইয়াংকো ডিজাইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি ঐতিহ্যবাহী স্টিল ও কংক্রিটের ভবনের তুলনায় ৯৬ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে। কর্মীদের জন্য উৎপাদনশীল এবং উপযোগী কাজের পরিবেশ সৃষ্টি করবে এই অফিস ভবন।

প্রকৃতি ও কর্মীদের চাহিদা এবং প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ভবনটি ডিজাইন করা হয়েছে। গুগলের এই অফিস বিল্ডিংটির নাম ১২৬৫ বোর্গেগাস।

কোম্পানিটির বিল্ট এনভায়রনমেন্টের রিসার্চ ও ডেভেলপমেন্ট ডিরেক্টর মিশেল কাউফম্যান বলেন, এটি একটি, টেকসই ভবন নির্মাণের উদাহরণ। এটি মানুষকে তাদের সেরা কাজ করতে সাহায্য করবে।

এটিই প্রথম ভবন—যা মাস টিম্বার (একধরনের উন্নত কাঠ) দিয়ে নির্মিত হয়েছে। ছোট ছোট টুকরোগুলো একত্রে যুক্ত করে এবং লেমিনেট করে বড় বড় বিম এবং দেয়াল তৈরি করা হয়। অফিসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহযোগিতা, সমর্থন ও মনোযোগের একটি পরিবেশ তৈরি করে।

ভবনটি গুগলের প্রাকৃতিক পরিবেশভিত্তিক কাজের স্থান তৈরির অগ্রাধিকারের একটি প্রতীক। গবেষণা অনুযায়ী, মানুষ তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকে এবং এই নতুন কাজের পরিবেশের মাধ্যমে গুগল অনুপ্রেরণাদায়ী কর্মপরিবেশ তৈরি করতে চায়। অফিসের ভেতরে ও বাইরে কাঠের ব্যবহার করা হয়েছে। ভবনের কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে; যা প্রাকৃতিক আলো প্রবেশে সাহায্য করবে এবং উত্তর ক্যালিফোর্নিয়ার মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ পাবে। স্বয়ংক্রিয় কাঠের ব্লাইন্ডও জানালায় স্থাপন করা হয়েছে। এটি সূর্যের অবস্থান অনুযায়ী ওঠানামা করে এবং অতিরিক্ত আলো প্রবাহ কমিয়ে দেয়।

ভবনের কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে যা প্রাকৃতিক আলো প্রবেশে সাহায্য করবে। ছবি: ইয়াংকো ডিজাইন
ভবনের কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে যা প্রাকৃতিক আলো প্রবেশে সাহায্য করবে। ছবি: ইয়াংকো ডিজাইন

মাস টিম্বার পরিবেশের জন্য বেশ উপকারী উপাদান। কারণ, এটি সময়ের সঙ্গে সঙ্গে কার্বন শোষণ এবং সংরক্ষণ করতে পারে। তাই গুগলের একটি টেকসই এবং পরিবেশবান্ধব সিদ্ধান্ত ছিল ভবনটি তৈরিতে মাস টিম্বার ব্যবহার করা। এটি ঐতিহ্যবাহী নির্মাণ উপকরণের উত্তোলন, উৎপাদন এবং পরিবহনের ফলে নির্গত কার্বন নিঃসরণও কমায়। এ ছাড়া ১২৬৫ বোর্গেগাস ভবন নির্মাণে ব্যবহৃত সমস্ত কাঠের শতকরা ১০০ ভাগ এসেছিল দায়িত্বশীলভাবে পরিচালিত বন থেকে। বনটি ‘ফরেস্ট স্টুয়ার্ড শিপ কাউন্সিল’ (এফএসসি) দ্বারা সার্টিফাইড।

ভবনটির আশপাশের এলাকায় প্রায় তিন একর জায়গায় পরাগরেণু–বান্ধব স্থানীয় উদ্ভিদ রোপণ করা হয়েছে। যেমন—কোস্ট লাইভ ওক, ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড রোজ। এই উদ্যোগ টেকসই ও কার্যকর অফিস ভবন এবং স্থান তৈরি করার প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। সবুজের ব্যাপক উপস্থিতি কর্মীদের স্বাস্থ্যের উন্নয়নে সাহায্য করবে। এ ছাড়া ভবনটি কর্মীদের মনোযোগী হতে এবং আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করে।

তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার