হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে কম্পিটারের দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করবেন যেভাবে 

কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গেমিং ও মিউজিক কম্পোজিশনের মতো নানা কাজে অনেকেই একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করে থাকেন। একাধিক মনিটর ব্যবহারের করে জটিল কাজ সহজ হয়। নতুন মনিটরের খরচ থেকে বাঁচাতে অব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। 

খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। তবে এই পদ্ধতি শুধু উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে। 

যেভাবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাবেন 

স্পেসডেস্ক, টুমন, স্প্ল্যাশটপ, সেকেন্ডস্ক্রিন ও সুপার ডিসপ্লের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানানো যায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলো ব্যক্তিগত তথ্য চুরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই শ্রেয়।

এই প্রতিবেদনে স্পেসডেস্কের উদাহরণ দেওয়া হয়েছে। এই ধরনের নিজের পছন্দের অ্যাপ দিয়েও অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাতে পারবেন। সে ক্ষেত্রেও নিচের ধাপগুলো কিছুটা মিলে যাবে। 

১. কম্পিউটার ব্রাউজারে স্পেসডেস্ক সার্চ করুন। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিটের সংস্করণ অনুযায়ী কয়েকটি ডাউনলোড অপশন দেখা যাবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও বিট (৬৪ বিট বা ৩২ বিট) দেখে সফটওয়্যারটি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। 
২. স্পেসডেস্কের ডাউনলোড শেষ হলে এর ইনস্টলার ফাইলটিতে ক্লিক করুন। অ্যাপটি ইনস্টলের জন্য স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। 
৩. এরপর আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের গুগল প্লে স্টোর থেকে স্পেসডেস্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এ জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে। এই অ্যাপটি আইপ্যাড ও আইফোনেও কাজ করে। 
৪. অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করুন। তবে কম্পিউটার যে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্কের সঙ্গেই ট্যাবলেটকে যুক্ত করতে হবে। 
৫. ট্যাবলেট ও কম্পিউটারে উভয়ে স্পেসডেস্ক অ্যাপটি চালু করুন। 
৬. ট্যাবলেটে অ্যাপটি চালু করার পর একটি তালিকা দেখানো হবে। যেসব কম্পিউটার একই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেগুলোর নাম সেই তালিকায় থাকবে। তালিকা থেকে নিজের কম্পিউটারটি নির্বাচন করুন। 
৭. নির্বাচন করার কিছু সময় পরই উইন্ডোজ ডেস্কটপের স্ক্রিনটি অ্যান্ড্রয়েড ট্যাবে দেখা যাবে। 

ট্যাবলেটে স্ক্রিনের কতটুকু দেখতে চান তা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন। 

তথ্যসূত্র: লাইফওয়্যার

ট্রাম্পের শুল্ক স্থগিতের পর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য বাড়ল ১.৫ ট্রিলিয়ন ডলার

ব্যবসায় ফেসবুক গ্রুপের গুরুত্ব, খুলবেন কীভাবে

সিনেমার গল্প বাস্তবে: সম্ভাব্য খুনি চিহ্নিত করতে সফটওয়্যার বানাচ্ছে যুক্তরাজ্য

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

যুক্তরাষ্ট্রে কারখানা না করলে টিএসএমসিকে ১০০ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকি

অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে লাইভ করতে পারবে না কিশোর-কিশোরীরা

ফেসবুক রিলসে থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ, কীভাবে করবেন

টেলিগ্রামকে ৮০ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী