অনলাইন ডেস্ক
কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গেমিং ও মিউজিক কম্পোজিশনের মতো নানা কাজে অনেকেই একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করে থাকেন। একাধিক মনিটর ব্যবহারের করে জটিল কাজ সহজ হয়। নতুন মনিটরের খরচ থেকে বাঁচাতে অব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়।
খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। তবে এই পদ্ধতি শুধু উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে।
যেভাবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাবেন
স্পেসডেস্ক, টুমন, স্প্ল্যাশটপ, সেকেন্ডস্ক্রিন ও সুপার ডিসপ্লের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানানো যায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলো ব্যক্তিগত তথ্য চুরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই শ্রেয়।
১. কম্পিউটার ব্রাউজারে স্পেসডেস্ক সার্চ করুন। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিটের সংস্করণ অনুযায়ী কয়েকটি ডাউনলোড অপশন দেখা যাবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও বিট (৬৪ বিট বা ৩২ বিট) দেখে সফটওয়্যারটি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের গুগল প্লে স্টোর থেকে স্পেসডেস্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এ জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে। এই অ্যাপটি আইপ্যাড ও আইফোনেও কাজ করে।
৬. ট্যাবলেটে অ্যাপটি চালু করার পর একটি তালিকা দেখানো হবে। যেসব কম্পিউটার একই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেগুলোর নাম সেই তালিকায় থাকবে। তালিকা থেকে নিজের কম্পিউটারটি নির্বাচন করুন।
ট্যাবলেটে স্ক্রিনের কতটুকু দেখতে চান তা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন।
তথ্যসূত্র: লাইফওয়্যার