Ajker Patrika
হোম > প্রযুক্তি

জিমেইলে চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা 

প্রযুক্তি ডেস্ক

জিমেইলে চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা 

এবার গুগলের ই–মেইল সেবা ‘জিমেইল’- এ চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা। প্রেরকের পরিচয় যাচাইকরণের অংশ হিসেবে জিমেইলে প্রেরকের নামের পাশে এই ব্লু টিক দেখা যাবে। নতুন এই সুবিধা ই–মেইলের উৎসের বৈধতা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল আইডি যাচাইয়ে ব্লু টিক চিহ্ন চালু হবে। নতুন এই সুবিধা জিমেইলে থাকা ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেনটিফিকেশন’ (বিআইএমআই)- এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো দেখা যায়। ফলে প্রাপকেরা এই সুবিধায় ই–মেইল আইডির পাশে লোগো দেখে মেইলের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।  বিআইএমআই সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক পাবে প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত মাসে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্ক স্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো বিষয়ের  নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ