হোম > প্রযুক্তি

গুগল চ্যাটবট জেমিনির পেছনের নায়ক বাংলাদেশি জাহিদ

অনলাইন ডেস্ক

গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন। 

ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’

জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। 

জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা। 

এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন। 

জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান। 

গুগল জেমিনি কী? 
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন