Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইফোনের গতি বাড়াতে যা করবেন 

অনলাইন ডেস্ক

আইফোনের গতি বাড়াতে যা করবেন 

অনেক দিন ব্যবহারের পর আইফোনের গতি কমে যেতে পারে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ও অতি দ্রুতগতির ইন্টারনেটের এই ফোন যদি দ্রুত কাজ না করে, তাহলে অনুভূতি কেমন বিরক্তিকর হতে পারে তা বোধ হয় বলার দরকার নেই। এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো র‍্যামের কিছু ডেটা খালি করা। 

আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা র‍্যামে (র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি) লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে র‍্যাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়। 

কিন্তু সরাসরি আইফোনের র‍্যাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়। 

কখন আইফোনের র‍্যাম খালি করবেন
অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে র‍্যাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু র‍্যাম খালি করার দরকার নেই। 
বেশির ভাগ ক্ষেত্রেই আইফোন নিজেই কিছু র‍্যাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। ম্যানুয়ালি র‍্যাম খালি করতে হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। কিছু মেমোরি খালি করলে আইফোনের কর্মক্ষমতা উন্নত হবে। 

সফট রিসেট যেভাবে দেবেন 
১. সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন। 
২. যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন। 
৩. আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন। 

ম্যানুয়াল রিস্টার্ট যেভাবে দেবেন
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন । 
২. জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন। 
৩. আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’ অপশনটি ড্র্যাগ করুন। 
৪. আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন। 

আইফোনের গতি বাড়াতে আরও যা করা যায়
১. যে অ্যাপগুলো অব্যবহৃত রয়েছে, তা আনইনস্টল করুন। 
২. একসঙ্গে অনেক অ্যাপ খোলা থেকে বিরত থাকুন। 
৩. নিয়মিত আইফোন রিস্টার্ট করুন। 
৪. যদি এসব পদক্ষেপ নেওয়ার পরও আইফোনের সমস্যা হয়, তাহলে অ্যাপল বা অন্য কোনো ভালো সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যেতে হবে।

সূত্র: গ্যাজেটস নাও

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে