Ajker Patrika
হোম > প্রযুক্তি

মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি রাশিয়াভিত্তিক ম্যাসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছিল। ৩১ জুলাই বেলা ২টার পর সব মাধ্যমগুলো খুলে দেওয়া হয়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়া ও প্রাণহানির জন্য ফেসবুককে দায়ী করেছিলেন। আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিল। কিন্তু তা না সরানোয় মানুষের মধ্যে বিদ্বেষ বেড়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে বিটিআরসির পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই ফেসবুকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী জানান, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ ভুয়া ও অপপ্রচারমূলক কনটেন্ট সরিয়েছে। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি কনটেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে