হোম > প্রযুক্তি

হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই 

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমের মাধ্যমে বর্তমানের চেয়ে দ্রুত নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন চিকিৎসকেরা। অ্যালগরিদমটি তৈরি করেছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলের দাবি, ‘সিওডিই-এসিএস’ নামের অ্যালগরিদমটি ৯৯ দশমিক ৬ শতাংশ নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যালগরিদমটি ব্যবহার করে দ্বিগুণের বেশি রোগীর হার্ট অ্যাটাক শনাক্ত করা সম্ভব হয়েছে। 

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষক দলের প্রধান অধ্যাপক নিকোলাস মিলস বলেন, ‘হৃদ্‌রোগের কারণে বুকে তীব্র ব্যথা হলে প্রাথমিক রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অন্যান্য কারণেও বুকে ব্যথা দেখা দেয়। ফলে সঠিকভাবে বলা কঠিন হয়ে পড়ে যে, ব্যথার কারণ হার্ট অ্যাটাক কিনা। এআই অ্যালগরিদমটি রোগীর বিস্তারিত তথ্য দ্রুত পর্যালোচনা করে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। 

স্কটল্যান্ডের প্রায় ১০ হাজার রোগীর ওপর নিজেদের তৈরি এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমটির কার্যকারিতা পরখ করা হয়েছে। রোগীদের সবাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাকের শঙ্কা রয়েছে কি না, তা দেখতে রোগীর থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। বয়স, লিঙ্গের পাশাপাশি ইসিজি ফলাফল, চিকিৎসা ইতিহাস এবং ট্রপোনিনের মাত্রা সংগ্রহ করা হয়।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক নিলেশ সামানি বলেন, মানুষ হাসপাতালের জরুরি বিভাগে যে সকল কারণে সাধারণত আসেন, তাঁর মধ্যে বুকের ব্যথা একটি। প্রতিদিন সারা বিশ্বের চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বুকের ব্যথা ও অন্য কোনো কারণে বুকের ব্যথার রোগীদের আলাদা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে অত্যাধুনিক ডেটা সায়েন্স ও এআই ব্যবহার করে সিওডিই-এসিএস নামের নতুন এই অ্যালগরিদমটি বর্তমান পদ্ধতির তুলনায় আরও নিখুঁতভাবে এবং দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।’

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন