নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইভ জি তরঙ্গ নিলামে বিক্রি করেছে বিটিআরসি। নিলামের প্রথম রাউন্ডেই ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনেছে চার মোবাইল অপারেটর। তরঙ্গ কেনায় শীর্ষে আছে গ্রামীণফোন ও রবি ৷
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলামের আয়োজন করে। এতে টেলিটক ও বাংলালিংকও অংশ নেয়।
নিলাম অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও অংশ নেন।
নিলাম অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অপারেটরদের মানসম্মত সেবাদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন আর অপারেটরদের তরঙ্গের কোনও ঘাটতি থাকবে না।’
মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল অপারেটরগুলো যে তরঙ্গ ছিল আজ থেকে তা সবার দ্বিগুণ হয়ে গেল। ফলে গ্রাহক এখন থেকে মানসম্মত সেবা পাবে, এটা আশা করা যায়।’
গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষণ মূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।