কুমিল্লা প্রতিনিধি
‘যাতায়াতে গতি বাড়লে জীবনযাত্রার মান বাড়বে’—এই স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হচ্ছে ৭৭৭ রাইড শেয়ারিং লিমিটেডের কুমিল্লার কার্যক্রম। গতকাল বুধবার রাতে নগরীর রানীর বাজার সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহির রায়হান।
সংবাদ সম্মেলনে জহির রায়হান বলেন, ‘কুমিল্লার বেকার ছেলেদের কর্মসংস্থানের পাশাপাশি জেলাবাসীর স্বচ্ছন্দে চলাচলে আমরা কাজ করছি। প্রথমে আমরা মোটরসাইকেল, গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সেবা নিয়ে কাজ করব। কিছুদিনের মধ্যেই গুগল প্লে স্টোরে মিলবে ৭৭৭ রাইড শেয়ারিং অ্যাপস। গ্রাহকেরা সহজেই এই অ্যাপের মাধ্যমে নিজ গন্তব্যে যেতে বাহন খুঁজে পাবেন। শুরুতে জেলার ১৭টি উপজেলায় এ রাইড শেয়ারিং কার্যক্রম চলবে। মার্চের শুরুতেই এ সেবা গ্রাহক পর্যায়ে চালু হবে। এ বিষয়ে জেলাবাসীর সহযোগিতা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন রনী, বিল্লাল মিডিয়ার স্বত্বাধিকারী বিল্লাল হোসেন, গ্রিট আইটি বিডি লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলাম, আলপনা ইভেন্ট অ্যান্ড সাউন্ড মিডিয়ার স্বত্বাধিকারী দিলীপ কুমার নাগ কানাই, ইয়ামি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, রাইড শেয়ারিং লিমিটেডের কর্মকর্তা আনিসুর রহমান, সাইফুল ইসলামসহ অন্যরা।