Ajker Patrika
হোম > প্রযুক্তি

ইলন মাস্কের কারখানায় প্রকৌশলীর হাত থেঁতলে দিল রোবট 

অনলাইন ডেস্ক

ইলন মাস্কের কারখানায় প্রকৌশলীর হাত থেঁতলে দিল রোবট 

ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার প্রকৌশলীকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।

সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুসারে, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটো পার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী প্রকৌশলী এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।

প্রকৌশলী ও তাঁর দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই প্রকৌশলীকে আঘাত করেছে। 

এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই প্রকৌশলীর বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেওয়ার মতো গুরুতর নয়।

এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।

তবে টেসলার মালিক ইলন মাস্ক পরদিন ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ওই ঘটনাটি দুই বছর আগের। আর যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পৃথিবীর বহু কারখানাতে ব্যবহার করা হয়। সেটি টেসলার নিজস্ব রোবট নয়। 

সংবাদ প্রকাশের পরদিনই টুইট করে প্রতিবাদ জানিয়েছেন ইলন মাস্ক। ছবি: স্ক্রিনশট

যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।

গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।

কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।

এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস