হোম > প্রযুক্তি

অ্যাপল কারাখানায় কর্মী বাড়াতে বোনাসের উদ্যোগ 

প্রযুক্তি ডেস্ক

অ্যাপলের নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে। আইফোন ১৫ সিরিজ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে। আর এদিকে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক প্রতিষ্ঠান ফক্সকন। বোনাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।  

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফক্সকন জানিয়েছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানায় নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তিন হাজার ইউয়ান বা ৪২৪ ডলার পর্যন্ত বোনাস পাবেন।

এ ছাড়া, যেসব কর্মী নিজেদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সফলভাবে নিয়োগ করাতে পারবেন, তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন। নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান বা ৭০ ডলার বোনাস পাবেন। তবে, এর জন্য নিয়োগকৃত ব্যক্তিকে এক মাস কাজের শর্ত পালন করতে হবে।

চীনে ‘আইফোন সিটি’ নামে পরিচিত এই বিশাল কারখানার কর্মীদের সুবিধা বাড়াতে ফক্সকনের সর্বশেষ পদক্ষেপ এটি।

এদিকে, আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।  

কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের